বাংলায় বড়সড় বিনিয়োগ করছে অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট। রাজ্যে ৯৫১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে তারা। এর জন্য ফ্লিপকার্টকে নদিয়ার হরিণঘাটায় একশো একর জমি দিচ্ছে রাজ্য।
এ দিন নবান্নে শিল্প এবং অর্থমন্ত্রী অমিত মিত্র এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, প্রায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করে রাজ্যে লজিস্টিক হাব বানাতে চায় ফ্লিপকার্ট।
অমিত মিত্র আরও দাবি করেন, ফ্লিপকার্টের এই বিনিয়োগের ফলে ১৮ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এই প্রথম পূর্ব ভারতে ফ্লিপকার্ট বিনিয়োগ করল বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র।
হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্কে তিন মাসের মধ্যে এই জমি হস্তান্তর করা হবে ফ্লিপকার্টকে। আগামী দেড় বছরের মধ্যেই সেখানে লজিস্টিক হাব তৈরির কাজ শেষ করবে ফ্লিপকার্ট। প্রায় এক বছর ধরে ফ্লিপকার্টের সঙ্গে কথা চলছিল রাজ্য শিল্পোন্নয়ন নিগমের।
Source: Ebela